ঢাকা: দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ উপলক্ষ্যে তাকে এমন সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনো নেতা পাননি।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য অনুপ্রেরণার বিষয়। ২৫ ডিসেম্বর আমাদের নেতা দেশে ফিরবেন—এ জন্য আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তাকে আমরা এমন সংবর্ধনা জানাতে চাই, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন হবে।’
তিনি আরও বলেন, ‘একদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে অনিশ্চয়তার এই সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইশতিয়াক আজিজ উলফাত। সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নুল আবেদিনসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।