Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০০:৫৯

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। এতে গড় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফলাফল প্রকাশের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

এদিকে, উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুযায়ী পাঁচ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তারা সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি হতে পারবেন।

প্রকাশিত ফলাফলের তথ্যমতে, মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের মধ্যে তিন হাজার ৮৫০ জন ২০২৫ সালে এইচএসসি পাস। বাকি এক হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১৭টি কেন্দ্রে ও ৪৯ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

ফল দেখা যাবে যেভাবে

ভর্তিচ্ছুরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। সেখানে মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর