Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ‘অবিস্মরণীয়’ করতে চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: ১৭ বছরের প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে দিনটিকে ‘অবিস্মরণীয়’ করে রাখতে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।’

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই এ সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে কারাভোগ ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। ওই বছরের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর সেখানেই সপরিবারে অবস্থান করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে আসে। অবশেষে শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করেন।

বিএনপির শীর্ষ নেতারা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক উত্তরণের পথে নতুন গতি আনবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর