Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে গুলি করা ফয়সাল পালানোর কোনো তথ্য নেই: পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান পালিয়ে গেছে কি না এমন কোনো নিশ্চিত তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যাদের চিহ্নিত করা হয়েছে তারাই ওসমান হাদিকে গুলি করেছে। আর গুলিটা করেছে ফয়সাল। হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। আর সীমান্তে চোরাকারবারি করে এমন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ফয়সাল দেশ থেকে পালিয়ে গেছে, এটা সত্যি কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুনেছি যে সে পালিয়ে গেছে। কিন্তু আমার পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত হতে পারিনি।

নজরুল ইসলাম বলেন, ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়ে ব্লক করে দেওয়া হয়েছে। আমরা বিজিবিকে সতর্ক করেছি এমন কেউ যেন চলে যেতে না পারে। আর শনিবার (১৩ ডিসেম্বর) থেকে অপারেশন ডেভিলহান্ট-২ শুরু হয়েছে। এর মাধ্যমে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।

হাদির ওপর কারা হামলা করেছে এবং এখনো মামলা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, যারা তাকে পছন্দ করে না তারাই হামলা করেছে। আমরা হাদির পরিবার থেকে মামলা করাতে চাচ্ছি। তারা হাসপাতাল নিয়ে ব্যস্ত আছে, এ জন্য দেরি হচ্ছে। তারা মামলায় সাইন না করলে আমরা পুলিশের পক্ষ থেকে মামলা করব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর