ঠাকুরগাঁও: বিজিবির ঠাকুরগাঁও সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেছেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অপরাধীরা যেন কেউ দেশ ত্যাগ করতে না পারে এবং অন্য দেশের অপরাধীরা এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সবসময় তৎপর রয়েছে।’ এ জন্য সীমান্তের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সীমান্ত উপজেলা বালিয়াডাঙ্গীর বাঙালি পাড়া ও মমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী শীতার্ত ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ অনেকে।