Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা-মারধরের মামলায়ও গ্রেফতারের আদেশ তুরিনের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪

সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ -ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকায় দায়ের করা প্রতারণা ও মারধরের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

তুরিন আফরোজের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, মারধর ও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তার জামিন চেয়ে শুনানি করা হলেও আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদী মনজুর আলম নাহিদ দীর্ঘদিন ধরে ‘নাবিশা এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে বহুমুখী ব্যবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে ভারত থেকে অশোক লে-ল্যান্ডের বাস ও ট্রাক আমদানি, বিক্রি ও লিজ দেওয়ার ব্যবসাও রয়েছে। তুরিন আফরোজ তার কাছ থেকে নগদে ৭৮ লাখ টাকার দুটি বাস কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে ২০২১ সালের ১ জুলাই কিস্তিতে ৭৮ লাখ টাকায় দুটি বাস ক্রয় করেন তিনি, এর মধ্যে ৪৮ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি অর্থ পরিশোধে তিনি অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২০২২ সালের ২৯ মার্চ মনজুর আলম নাহিদ কিস্তির টাকা পরিশোধের অনুরোধ জানালে তুরিন আফরোজ তাকে বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ করা হয়। একই বছরের ৪ এপ্রিল তুরিন আফরোজের গাড়িচালক আমির হোসেন ৭-৮ জন সহযোগী নিয়ে বাদীকে হুমকি দেন। পরদিন সকাল সোয়া ৮টার দিকে তুরিন আফরোজ ও তার গাড়িচালক আমির হোসেন ২০-২৫ জন সহযোগী নিয়ে বসুন্ধরায় বাদীর বাসায় গিয়ে প্রায় ৩২ লাখ টাকার মালামাল ভাঙচুর করেন এবং তাকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২২ সালে তুরিন আফরোজ ও তার গাড়িচালক আমির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মনজুর আলম নাহিদ। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই-কে নির্দেশ দেন।

এর আগে গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে ২১ এপ্রিল মিরপুরের গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর দুই দিন পর ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায়ও তাকে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন আদালত। সর্বশেষ গত ১৮ জুন উত্তরা পশ্চিম থানার আওতায় মাদ্রাসাছাত্র আরাফাত হুসাইন হত্যা মামলায় তুরিন আফরোজ-কে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর