লক্ষ্মীপুর: যৌথ বাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে। দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বিরাহিমপুর ইউনিয়নে এ অভিযান চালায়।
অভিযানকালে অস্ত্রধারী মোহাম্মদ পারভেজ (২২) ও মো. আলাউদ্দিন (৩০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড রিভলভারের গুলি, দুটি এলজি, দুটি পাইপগান, দশ রাউন্ড শটগানের গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য. সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।