Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮

সিরাজগঞ্জ: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছাড়তে বাধ্য হয়। এ দিন মুক্তিযোদ্ধারা শহরে বিজয়ের প্রতীক হিসেবে উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা। হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জে পাকহানাদার বাহিনীর মনোবল দুর্বল হতে থাকে। তাদের সহযোগী তথাকথিত শান্তি কমিটি, রাজাকার ও আল বদরদের সহযোগীরাও সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হতে থাকে। ১৩ ডিসেম্বর রাতে পাকহানাদার বাহিনীকে তিন দিক থেকে ঘিরে ফেলেন মুক্তিযোদ্ধারা। নিয়ন্ত্রণে নেয় স্থল ও নৌপথ। একমাত্র রেলপথ পাকহানাদারদের দখলে থাকে।

বিজ্ঞাপন

পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী সিরাজগঞ্জ থেকে ট্রেনযোগে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী বাহিনীও রেকি করতে পাঠানো মুক্তিযোদ্ধাদের মাধ্যমে হানাদারদের পালিয়ে যাওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হয়। পরে মুক্তিযোদ্ধারা জয় বাংলা ধ্বনি ও ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সিরাজগঞ্জ সরকারি কলেজে ধ্বংস করে ফেলা শহিদ মিনারের পাদদেশে সমবেত হন। এ সময় গর্বিত মুক্তিযোদ্ধারা সেখানে দেশ গঠনের শপথ নেন।

সিরাজগঞ্জ শহর থেকে পাকহানাদারদের পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলার বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপাড়া, শাহজাদপুর থানাসহ সমস্ত জেলা শত্রুমুক্ত হয়।

সারাবাংলা/এনজে