Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই রেবেলস সদস্যের ওপর হামলায় জড়িত ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০০

গ্রেফতার মো. মাসুম এবং মো. ফাহিম।

ঢাকা: জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় দুর্বৃত্তরা জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

তালেবুর রহমান বলেন, এই ঘটনায় আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম এবং মো. ফাহিম খান নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

ঢাকায় শোয়েব আখতার
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

আরো

সম্পর্কিত খবর