Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও বায়ুদূষণে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে থাকা ঢাকা মহানগরীতে সাময়িক উন্নতির পর আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ১৫৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৫৬৩, যা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। সমান স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা এবং ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আর ৩০০-এর বেশি স্কোর হলে তা গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যায়, যেখানে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক।

পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে, যা জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর