ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২৪-এর পরাজিত শক্তিরা দেশকে নেতৃত্বহীন করতে জুলাই অভ্যুত্থানের নেতাদের টার্গেট করেছে। যার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রাপ্তির পরিমাণ কম হলেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যা প্রতিষ্ঠার লড়াই ৫৪ বছরেও করে যেতে হয়েছে। পাকিস্তানি বাহিনী যেমন স্বাধীনতার পূর্বে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল, একইভাবে ২৪ এর পরাজিত শক্তি দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে।
তিনি বলেন, একাত্তরের যেমন পাকিস্তানি বাহিনী ও তার দোসররা সফল হয়নি, এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা।