Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মাতুয়াইলে সিএনজি দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০০

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রবাড়ী মাতুয়াইল এলাকায় সিনএনজি দুর্ঘটনায় যাত্রী শাহিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাবুর্চির কাজ করতেন। এই ঘটনায় সিএনজি চালক মো. ফিরোজ মিয়া (৪৫) আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ি মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্নে নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি চালক ফিরোজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মৃত শাহিনের ভাই মো. শামীম জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। বাবার নাম শামছুল হক। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে ডেমড়া সানারপাড় এলাকায় থাকতেন এবং বিভিন্ন বিয়ে বাড়িতে বাবুর্চির কাজ করতো।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে কাজ শেষে সিএনজি যোগে সানারপাড়ের বাসায় আসতেছিল। মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে হাসপাতালে এসে শাহিনের মরদেহ পাই।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজিবুর রহমান জানান রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজির যাত্রী শাহিন নামের যুবক মারা যায় এবং সিএনজি চালক ফিরোজ মিয়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। কোন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর