Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১০:১৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭

ঢাকা: জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়া হবে।

রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।

মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ উত্থাপন করেছে। ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি চারটি গ্রাউন্ড তুলে ধরে অব্যাহতির আবেদন জানান। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতনের তিনটি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা ট্রাইব্যুনাল জানান। অপর গ্রাউন্ডটি ছিল গুমের অভিযোগ।

বিজ্ঞাপন

দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা ডিসচার্জ চেয়ে আবেদন করেন। সব শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

ফের পতনের ধারায় পুজিঁবাজার
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর