হিলি: হাদির ওপর ‘বর্বরোচিত হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় বাংলা হিলি বাজারের দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মিছিলটি হিলি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান এবং যুগ্ম সম্পাদক এস এম বিপুল হোসেন। উপজেলা যুগ্ম সম্পাদক এস এম বিপুল হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই হাদির ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
নেতারা প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।