Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতি দূর করার উপায় নেই’

সারাবাংলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৫

ঢাকা: সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সমাজ থেকে দুর্নীতি দূর করার উপায় নেই। দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন শীর্ষক সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সংগঠন অ্যান্টি করাপশন মুভমেন্টের (এসিএম) সভাপতি এম বদরুল ইসলাম এ কথা বলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন হলে এসিএম’র ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এম বদরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, ‘পবিত্র কোরআনে আছে মানুষকে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে। সেজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষা ব্যবস্থায় মানুষ গড়ার শিক্ষা থাকতে হবে।’

বিজ্ঞাপন

সেমিনারে বক্তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনও একক প্রতিষ্ঠান বা আইনের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়। নাগরিকদের তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা, অ্যাডভোকেসি এবং সক্রিয় সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে ক্ষমতায়িত করাই এসিএম-এর মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসিএম এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, সাখাওয়াত হোসেন, মানবাধিকার কর্মী ভিক্টর এলাহি, এমপি পদপ্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি প্রমুখ।

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর