Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯

পিরোজপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান চাঁন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, বদিউজ্জামান শেখ রুবেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পথসভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, ভিন্নমত দমন ও গণতান্ত্রিক কণ্ঠ রোধ করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর