Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের দেওয়া বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: ডিএমপি কমিশনরকে উদ্ধৃত করে নিজের দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারি একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু’র ভিপি’র চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর