Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

স্টাফ করেসপন্ডেট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, বিদায়ী অভিভাষণে তিনি বিচার বিভাগের সংস্কার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঘোষিত রোডম্যাপের বাস্তবায়নে গত দেড় বছরে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২১ সেপ্টেম্বর তিনি দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিচার বিভাগের সংস্কারের একটি ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মিত্র কমছে বিএনপির!
১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

আরো

সম্পর্কিত খবর