নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল জাহান রোহান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে দুপুর একটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দাড়োয়ানী নামক স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হয় সে।
নিহত রোহান সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিল রোহান। এ সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যায় রোহান।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে’।