কুমিল্লা: বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষিখাতে নতুন বিপ্লব ঘটিয়ে কৃষকদের হারানো অধিকার ও ন্যায্যতা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, বিএনপি সবসময়ই কৃষকবান্ধব রাজনৈতিক দল হিসেবে কৃষকদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাল খনন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশি ইরি ধান চাষের মাধ্যমে দেশে এক সময় কৃষিবিপ্লব হয়েছিল। আজও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের জন্য টেকসই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আওতায় কৃষি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসহ আট দফা গুরুত্বপূর্ণ রূপরেখা ঘোষণা করেছেন। এই পরিকল্পনার মধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে বীজ ও সার সরবরাহ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এসব পরিকল্পনার বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার ছাড়া দেশ সঠিক পথে অগ্রসর হতে পারে না। লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনুসের মধ্যকার ঐতিহাসিক বৈঠক দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথকে আরও সুগম করেছে।’
তিনি আরও বলেন, এই সংকটকালে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মামুন হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ জেলা ও মহানগর বিএনপি এবং কৃষক দলের নেতৃবৃন্দ।