Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের ৩১ দফা নিয়ে মাঠে হাজী ইয়াছিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১০

জনসংযোগে বিএনপি নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন। ছবি: সারাবাংলা

কুমিল্লা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও কুমিল্লা–৬ আসনের উন্নয়ন ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুমিল্লায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা–৬ আসনের বিএনপি প্রার্থী হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

জনসংযোগকালে হাজী ইয়াছিন বলেন, ‘গত কয়েক বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই দুঃসময়েও আমি এই এলাকার মানুষের পাশে থেকেছি। জনগণের সুখে–দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতেও সকল বাধা অতিক্রম করে আপনাদের পাশেই থাকবো, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গণমানুষের দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই এলাকার মানুষ যদি আমাকে চায়, দল ও নেতৃত্ব অবশ্যই সেই চাওয়াকে সম্মান জানাবে। আপনাদের প্রত্যাশা পূরণ হবে—শুধু একটু ধৈর্য ধরতে হবে।’

এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করছি। কুমিল্লাবাসীসহ দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।’

জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুকসহ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর