চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটক যুবক লিংকন হাসান হিরক (২৬) ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথঅভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরককে আটক করা হয়।
এ প্রসঙ্গে সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তার নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার একটি টংঘর ঘিরে ফেলে হয়। এরপর ওই টংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এসময় সেখানে অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়। আটক হিরকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।