বছরের শেষে সুখবর শোনালেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। লক্ষ্মী এসেছে তার ঘরে। দ্বিতীয় বার বাবা হলেন অভিনেতা। মেয়ে হওয়ার সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। মেয়ের ছোট্ট হাতের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছেন অপূর্ব। মেয়ের নাম রেখেছেন ‘অনয়া।’
কিছু দিন আগে ছেলে জায়ান ফারুক আয়েশের সঙ্গে একটি ভিডিও নিয়ে আলোচনায় এসেছিল অপূর্বের নাম। দ্বিতীয় স্ত্রী নাজ়য়া হাসান অদিতির সঙ্গে বিয়ে ভাঙার পরেও ছেলের সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে তার ছেলের সঙ্গে সময় কাটানো, খেলার ছবি প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্যে ইতি টানেন অপূর্ব।
উল্লেখ্য, ২০২১ সালে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করা নিয়ে বিস্তর আলোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। অভিনেতার তৃতীয় স্ত্রী যুক্তরাষ্ট্রেই বড় হয়েছেন। সেখানেই বিবিএ শেষ করেন। গাড়ি প্রস্তুতকারক একটি সংস্থার ব্র্যান্ড ম্যানেজার তিনি।
বিয়ের চার বছর পরে কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব এবং মা হলেন শাম্মা। তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হতে অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করেছেন, তিনি চুরি করেননি! ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা।