Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতা আসছেন রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নেতা ২৫ তারিখ আসতেছেন, সেই দিনটির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন, কেআইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিকেলে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রের ধারক বাহক। আমাদের সবাইকে দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হবে। দেশের জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় প্রথম দিন থেকে আমাদের কাজ শুরু হবে। দেশ গড়ার সব পরিকল্পনা – অর্থায়ন সব রেডি আছে। এই পরিকল্পনা আপনাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের মানুষ বলছে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। এই বাংলাদেশে আমার জন্য কি আছে। আমরা সবার জন্য করব। এটা জনগণের কাছে বলতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর