Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২৩:২৩

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি’র পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।

ঢাকা: সন্ত্রাসী হামলায় আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি’র পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। সাক্ষাৎকালে হাদি’র ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদি’র পাশে থাকা তার সহকর্মীদের সঙ্গেও কথা বলেন ডা. জুবাইদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আমানুল্লাহ আমান। তারা পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেন ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে ওসমান হাদিকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর