Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

গ্রেফতার দুই আসামি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল নিয়ে বের হলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে ব্যানারসহ গ্রেফতার করে।

গ্রেফতার দুইজন হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামের নওশের আলম পরশ (২৭) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কালচমা গ্রামের মনির হোসেন (৫২)। মনির বর্তমানে মিরপুরের কল্যাণপুরে থাকেন। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোডে বসবাস করেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে। এদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর