চাঁপাইনবাবগঞ্জ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। শহরের বাতেনখাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে সোনামসজিদ স্থলবন্দর সড়কের শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
এসময় হাদির ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদন ও নিন্দা জানিয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।