Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩

বাড্ডায় চলন্ত বাসে আগুন।

ঢাকা: রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কি না সেটি জানা যায়নি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর