ভার্জিনিয়ায় সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৪
সারাবাংলা ডেস্ক
ভার্জিনিয়ায় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান পিপলনটের আয়োজনে গত ২২ ডিসেম্বর শিক্ষার্থী পুনর্মিলনী ও সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে নিজাম মাহমুদ প্রধান অতিথি হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন।
পিপলনটেক এর সঙ্গে সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ীকে সাদর আমন্ত্রণ জানান এর প্রেসিডেন্ট ফারহানা হানিফ। দুপুর ১২টায় বাঙালিদের মাঝে মধ্যহ্নভোজ সরবরাহের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয়। দুপুর দুইটা নাগাদ শুরু হয় সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার সেখানে উপস্থিত ছিলেন আইটি সেক্টরে কর্মরত অভিজ্ঞ ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা নিজাম মাহমুদ এর সাইবার নিরাপত্তা বিষয়ক প্রাঞ্জল বিশ্লেষণ উপস্থিত সকল দর্শকের সাধুবাদ অর্জন করে। বক্তব্য শেষে তিনি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিদা চিমা, মোহাম্মাদ আজাদ, শাহিদ চৌধুরী যারা প্রত্যেকে পিপলনটেক এর প্রাক্তন শিক্ষার্থীরা যারা বর্তমানে Business Analyst, Data Analyst এবং software tester হিসেবে প্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠানে কর্মরত।
সবশেষে বক্তব্য রাখেন পিপলনটেক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিফ।
সারাবাংলা/একে