Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় দেশীয় পিস্তল-কার্তুজ ও হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৪১

কয়রা ও সাতক্ষীরায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি হাতবোমা ও মাদক উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১২ ডিসেম্বর) কয়রা ও সাতক্ষীরায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন।

কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল, একরাউন্ড তাজা কার্তুজ, দুটি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উদ্ধার করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর