Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদিকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৪০

ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় গুলিবিদ্ধ ওসমান হাদিকে। ছবি: সারাবাংলা

ঢাকা: শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এসব কথা বলেন তিনি।

ডা. আবু জাফর বলেন, ‘হাদির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। যখন ঢামেকে আসে তখন তার জিএস ছিল সর্বনিম্ন। যেটা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। সেখান থেকে চিকিৎসকদের চেষ্টায় উন্নত হয়েছে। তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গুলি উনার কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিয়ে বের হয়ে গেছে। বুলেট ইনজুরি হয়েছে। বুলেট যেদিক দিয়ে ঢুকে সেদিকে ইনজুরি ছোট হয়, যেদিক দিয়ে বের হয় বড় ইনজুরি হয়, সেটাই হয়েছে। ব্রেন ইনজুরি হচ্ছে, ব্রেন ফুলে ফেপে যায়, প্রেসার বেড়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক। এটা যাতে না হয়, সেজন্য নিউরো সার্জনরা যারা ছিলেন- ডা. জাহিদ রায়হান ও তার টিম ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছেন, যাতে প্রেসার না বাড়ে।’

তিনি আরও বলেন, ‘কিছু রক্তক্ষরণ হচ্ছিল নাক ও গলা দিয়ে। সেটার চিকিৎসা নাক ও গলার চিকিৎসকরা করেছেন। আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের পক্ষ থেকে চাচ্ছে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে। আমরা এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দিয়েছি।’

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর