ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক গন্ধ খুঁজছে। তিনি বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক গন্ধ খুঁজছে। মায়ের অবস্থা কী, ছেলে আসছে না কেন? এসব প্রশ্ন তুলে অপপ্রচার চালানো হচ্ছে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, ‘প্রতিবেশী শুধু পাশের ঘরের নয়, সমাজে এমন প্রতিবেশীও আছে, যারা শোনে কম, বোঝে বেশি, আর প্রচার করে তারও বেশি। রাজনীতিতেও এমন দল আছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়।’
দেশের সাম্প্রতিক দুই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘৩২–৩৫ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে মায়ের কোলে ফেরানো এবং দেশনেত্রী বেগম জিয়ার দীর্ঘদিনের শারীরিক সংকট-এই দুটি ঘটনা জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে।’
বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও বলেন, ‘গত ১৭-১৮ দিন ধরে মানুষ দুশ্চিন্তায় আছে, তিনি সুস্থ হচ্ছেন, নাকি নিয়তির পথে এগোচ্ছেন কেউ নিশ্চিত নয়। এ অনিশ্চয়তা জাতিকে ব্যথিত করছে।’
দেশনেত্রীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়ে আলাল বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর তার জন্য দোয়া করা আমাদের দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, ‘তার সংযত কথাবার্তা, নম্র আচরণ, প্রতিপক্ষের প্রতি হিংসামুক্ত মনোভাব-এই গুণাবলী আজকের সময়ে বিরল।’
নবীন দলের ভূমিকার প্রশংসা করে আলাল বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে অনেক অঙ্গসংগঠন মাঠে না থাকলেও নবীন দল দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে নবীন দলের খুব কম কর্মসূচিই আমি বাদ দিয়েছি। জেলে থাকা ছাড়া সবসময় পাশে থেকেছি।’
নবীন দলকে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নবীন দল ইতোমধ্যে যোগ্যতা প্রমাণ করেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ তাদের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে চেষ্টা করব।’
ধর্মের অপব্যবহারকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে সতর্ক করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ধর্ম বিক্রি করে যারা মানুষের আবেগ ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।’
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।