Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটাই কামনা, তিনি বেঁচে থাকুন : তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:১০

তাসনিম জারা ও ওসমান হাদি। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘সব কিছুর আগে তার বেঁচে থাকা ও সুস্থতা কামনা করছি।’

শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।

স্ট্যাটাসে তাসনিম জারা লিখেন, ‘ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা- তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান।’

তিনি আরও লিলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি।’

বিজ্ঞাপন

তাসনিম জারা জানান, ‘রাষ্ট্রের হাতে সময় নেই। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।’

উল্লেখ, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান কিছুক্ষণ চিকেৎসাসেবা দেওয়ার পরে তাকে এভারেকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর