Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান দেশে ফিরে মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:০৬

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নিজ হাতে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

বিকেলে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন এবং উনি নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে এবং জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন।’

এর আগে, নেতাদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ‘জাতি আমাদের সঙ্গে আছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়। এটা আমাদের বাঁচা-মরার সংগ্রাম, শুধু আমাদের নয় বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।’

বিজ্ঞাপন

‘গণতন্ত্রের পথ থেকে বিএনপি কখনো বিচ্যুত হয়নি। আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, শহিদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে শহিদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল ও নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর