Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির সঙ্গে মতিঝিলে ক্যাম্পেইনে অংশ নেয় গুলিবর্ষণকারী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে গুলিবর্ষণকারী হাদির সঙ্গে মতিঝিল এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিল। তাকে ধরতে এরইমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি। মাঠে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

প্রধান উপদেষ্টার নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় নড়েচড়ে বসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে মাঠে নামিয়েছে। এদিকে ফেক্ট চেকার প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি শুক্রবার দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

বিজ্ঞাপন

মোটরসাইকেলে করে পেছন থেকে আসা গুলিবর্ষণকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল।

অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।

গুলিবর্ষণকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নতুন আপডেট পেলে দ্য ডিসেন্টের পেইজে জানানো হবে।

সবশেষ পরিস্থিতি অনু্যায়ী জানা যায়, ঢামেকের জরুরী অপারেশন থিয়েটারে হাদিকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা চলছে। তাকে সিএমএইচে বা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর