ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকে আসেন এনসিপির এই শীর্ষ নেতা।
এর আগে গণস্বাস্থ্য নগর হাসপাতাল অডিটোরিয়ামে বিকাল সাড়ে ৫টায় এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল নাহিদ ইসলামের। কিন্তু সেই অনুষ্ঠানে যাবেন না বলে দুঃখ প্রকাশ করে ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দেখতে ছুটে যান এই এনসিপি নেতা।
এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।