Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২১

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে সমাবেশে একত্রিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বক্তারা আরও জানান, ছাত্র-জনতা হাদির ওপর হামলাকে গণতন্ত্রকামী কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

এর আগে মাগরিবের নামাজের পর সরকারি কলেজ জামে মসজিদে গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর