ইবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির শাখা আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির যোদ্ধা ও জুলাইয়ের চেতনা ধারণকারী অন্যতম প্রধান কণ্ঠস্বর। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা ওসমান হাদিকে ইতোপূর্বেও হত্যার হুমকি দিয়েছিলো। এই ধারাবাহিকতায় আজকে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নেওয়া হয়েছে। সরকারের উচিত ছিলো জুলাইয়ের সকল বিপ্লবী যোদ্ধার জন্য সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা। সরকার ও প্রশাসন এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী বারো ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর উপর হামলা ও গুলি করার ঘটনা প্রমাণ করে পতিত ফ্যাসিস্টরা বসে নেই। তারা গুপ্ত হামলা করে জুলাইয়ের পক্ষের শক্তিদের হত্যা ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এই প্রেক্ষিতে সরকারকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অন্যথায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।
এছাড়া ওসমান হাদিকে সরকারি খরচে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।