Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদীকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। তাকে গুলি করা দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে।’

বিজ্ঞাপন

ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. হারুন অর রশিদ বলেন, ‘দুপুরের দিকে ওসমান হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

এদিন, দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদীকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর