ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। সরকার বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে তফসিল ঘোষণা করেছে এটা সরকারের জন্য আপাতত সফলতা। এখন প্রচার-প্রচারণা শুরুর আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্বারোপ করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আরও বলেন, ‘দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হোক সেটা কেউ প্রত্যাশা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে। সহিংসতা এড়াতে এখন থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
ইমতিয়াজ আলম আরও বলেন, ‘তফসিল ঘোষণার সময় যে সকল আচরণবিধি দেওয়া হয়েছে, এগুলোর বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে, যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের কাজ নয়। কারও ইশারায় নির্বাচনে মেকানিজম হলে জনগণ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। জনগণ চায়, জুলাইয়ের প্রত্যাশা পূরণ করেই গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’