ঢাকা: গুলিবিদ্ধ হওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মস্তিষ্কে গুলি লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বিকেল পৌনে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ওসমান হাদীর অবস্থার বিষয়ে ঢামেক পরিচালক বলেন, ‘হাদীর মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।’
হাদীকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজের পরে মতিঝিলের বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত ২ দুর্বৃত্তকারী গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।