Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ ঘটনায় বিএনপির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭

বিএনপি লোগো

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী (৩৩) আজ দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে ‘অমানবিক ও নৃশংস’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিবৃতিতে বিএনপি বলেছে, এই হামলা ‘সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’ এবং নির্বাচনি পরিবেশকে বিধ্বস্ত করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দেওয়ার একটি নীলনকশা।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, দেশের একটি চক্র পরিকল্পিতভাবে সমাজে ভয় ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যেই তারা ফিরে এসেছে নাশকতা ও সহিংসতার পথে। হাদির ওপর হামলা সেই ‘অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করে দলটি।

বিএনপি আরও জানায়, গণতন্ত্রের পথে অগ্রযাত্রা রুদ্ধ করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলের পক্ষ থেকে সকল শ্রেণি–পেশার মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণ সতর্ক না থাকলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা দেশের অস্তিত্বকেই বিপন্ন করে তুলতে পারে।

হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি গুরুতর আহত শরিফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিজ্ঞাপন

ওসমান হাদী লাইফ সাপোর্টে
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর