Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বিষাক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯

প্রতীকী ছবি।

পাবনা: পাবনায় বিষাক্ত মদ পান করে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন জানান, ‘হাসপাতালের বক্তব্য অনুযায়ী তাদের মৃত্যুর কারণ বিষাক্ত মদ্যপান। তারা কোথা থেকে এই মদ এনে খেয়েছে সেই বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারব।’

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২টায় এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

বিজ্ঞাপন

এদিকে, আজ সকালেই সুমন মরদেহ দাহ করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন- গ্যাস্ট্রিকের কারণে মারা গেছেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের ঠেকের ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদ্যপান করে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মৃত্যু তাদের হয়।

বিজ্ঞাপন

ওসমান হাদি গুলিবিদ্ধ
১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর