Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬

জব্দ করা ভারতীয় চকো প্লাস সিরাপ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও নেশাজাতীয় সিরাপ চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১টা ৫৫ মিনিটে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস হতে প্রায় ৫০ গজ ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় বিজিবি আরও কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ওসমান হাদি গুলিবিদ্ধ
১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর