Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যায় গ্রেফতার ১


১২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৯

গ্রেফতারকৃত আসামী মোছালিন।

রংপুর: তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর খিয়ারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) নিজ বাড়িতে খুনের ঘটনায় জড়িত অভিযোগে মোরছালিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার তাকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

রংপুরের এসপি মারুফাত হুসাইন বলেন, ‘হত্যার দু’দিন আগে মোরছালিন যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। গোপন সূত্র থেকে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ড সম্পর্কে মারুফাত আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, কিন্তু তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।’

পুলিশের ধারণা, ছিনতাই বা পারিবারিক শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে, তবে মোরছালিনের জড়িত থাকার বিষয়টা ঘটনাকে নতুন মোড় দিয়েছে। তদন্ত চলছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, এই হত্যাকাণ্ড স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং মুক্তিযোদ্ধা মহলে ক্ষোভের জন্ম দিয়েছে। গ্রেফতারের আগে বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আনছার আলী বলেন, ‘বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে হত্যা করা চরম লজ্জার। চার দিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর ভূমিকা নেই পুলিশের।’

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব হলে কঠোর আন্দোলন করব, প্রয়োজনে জেলা প্রশাসন ঘেরাও করা হবে।’

উল্লেখ্য, যোগেশ চন্দ্রের দুই ছেলে অন্য জেলায় থাকায় গ্রামের বাড়িতে শুধু দুইজন থাকতেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র এবং তার স্ত্রী সুবর্ণা রায় নিজ বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় খুন হন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে গার্ড অব অনার শেষে সৎকার সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর