ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবেগ নয়, সুষ্ঠু ও বাস্তবসম্মত রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি-এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়েই ঘটেছে। এখন প্রয়োজন সুপরিকল্পিত রাজনীতি ও সংগঠিত ভূমিকা।’
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন। তার বক্তৃতার একাধিক অংশে সাম্প্রতিক রাজনীতি, গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং বিএনপির ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো হঠাৎ বিস্ফোরণ নয়; বরং ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের বহিঃপ্রকাশ। বহু রক্ত দিতে হয়েছে, অসংখ্য ত্যাগ আছে। রক্তের সেই সোপান মাড়িয়েই আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি।’
তিনি আরও বলেন, ৩১ দফা দাবিকে বিএনপির ‘জাতির মুক্তির সনদ’ হিসেবে জনগণ গ্রহণ করেছে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে প্রণয়ন করা ৩১ দফা এখন বাংলাদেশের গণতান্ত্রিক মহাকাব্যে স্থান করে নিয়েছে।’
বিএনপি নেতা অভিযোগ করেন, দেশে একসময় ধর্ম ও একাত্তরের চেতনার রাজনৈতিক ব্যবহারকে হাতিয়ার করে দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘একাত্তরের চেতনার নামে যারা রাজনীতি করে টিকে থাকতে চেয়েছিল, তারা আজ সম্পূর্ণ ব্যর্থ।’
শ্বেতপত্রের বরাত দিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তিনি বলেন, ‘একটি দেশের কবর রচনা করেছে আওয়ামী লীগ। সাংবিধানিকভাবে গণতন্ত্রের কবরও তারা রচনা করে দিয়েছিল।’
তিনি অভিযোগ করে বলেন, ‘অতীতের গুম-খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে। যারা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র-জনতাকে মেরেছে, গুম-খুন-দুর্নীতি করেছে, তাদের যেন আমরা ভুলে না যাই।’
সালাহউদ্দিন বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, তাই ধর্মীয় আবেগ উস্কে দিয়ে রাজনীতি করার যুগ শেষ। ধর্মের বড়ি বিক্রি করে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না।
তিনি অভিযোগ করেন, অতীতে দাঁড়ি-টুপি রাখা মানুষকে ‘জঙ্গি সাজিয়ে’ নির্যাতন করা হতো। তবে বিএনপি ক্ষমতায় এলে কোনো নাগরিককে বেআইনিভাবে গ্রেপ্তার করা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনী তফসিল প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, অনেকেই তফসিল ঘোষণায় ভারাক্রান্ত হলেও এটি স্বাগত জানানোর বিকল্প ছিল না। তিনি দাবি করেন, পিআর বা গণভোটকে নির্বাচন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা হিসেবে দেখাতে চাওয়া পক্ষগুলো গণতন্ত্রের বিরোধী।