Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে নির্দেশনা দিলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৪২

আলোচনা সভায় বিশেষ নির্দেশনা দিচ্ছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। ছবি: সারাবাংলা

বাগেরহাট: জাতীয় সংসদের নির্বাচনের তফসিন ঘোষনার পর নির্বাচনে করণীয় কি, তা নিয়ে আলোচনা সভায় বিশেষ নির্দেশনা দিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে জেলার মোংলা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নবাগত এই জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নওসীনা আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. শাহরিয়া আলম, উপজেলা সমবায় অফিসার মো. জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম মাসুদ রানা, পিআইও মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে তিনি রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের প্রার্থীরা যাতে সমান অধিকার পায় এবং নিরাপদে ও নিশ্চিন্তে নির্বাচন করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। নির্বাচনের আগে সকল ব্যানার, পোষ্টার অপসারণ করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর