Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালে অবস্থানরত ৭৯ বছর বয়সী এই প্রবীণ নেত্রীর চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি পাঠান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস ও ইনফেকশনসহ একাধিক দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন বেগম জিয়া। নিয়মিত চিকিৎসার মধ্যেই সম্প্রতি বাসায় অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও দুর্বলতা বেড়ে গেলে ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ভর্তির পর দ্রুত স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির কার্যক্রমে মারাত্মক অবনতি ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও বিপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটরে নিতে হয়।

গত ২৭ নভেম্বর তার অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে। একইসঙ্গে শরীরে গুরুতর সংক্রমণের লক্ষণ পাওয়ায় উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিডনির কার্যক্ষমতা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় শুরু করা হয়েছে নিয়মিত ডায়ালাইসিস। এছাড়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ, ‘ডিআইসি’ এবং রক্তের বিভিন্ন উপাদানের ঘাটতির কারণে রক্ত ও প্লাজমা ট্রান্সফিউশন করতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জ্বর না কমা ও ইকোকার্ডিওগ্রামে অস্বাভাবিকতা দেখা দিলে ‘ট্রান্স-ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি’ (টিইই) করা হয়। এতে আর্টিক ভাল্বে ইফেকটিভ অ্যান্ডোকার্ডাইটিস-হৃদযন্ত্রে মারাত্মক সংক্রমণ-ধরা পড়ে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় করে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু করা হয়।

প্রতিদিন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। বোর্ড বলেছে, ‘কোনো ধরনের অনুমান বা ভুল তথ্য না ছড়িয়ে চিকিৎসা বিষয়ে বোর্ডের ওপর আস্থা রাখুন।’

বেগম জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। গত কয়েক দিনে তার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া মাহফিল, কোরআন খতম ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর