Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পল্টন থানা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৪

মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন থানা

ঢাকা: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ গত ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৪৩টি মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।’

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘গত বুধবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে উদ্ধারকৃত ৪৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। গত ১১ মাসে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৫০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।’

তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর