Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লিপি আক্তার (৩৫)। তিনি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ তে কর্মরত আছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, ভোররাতে বাসার জানালার গ্রিল কেটে তিনজন চোর ঢুকে। চোরদের চিনে ফেলায় তারা গৃহবধূ লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর